একটি নির্দিষ্ট ফ্লেভারের কেক যখন অর্ডার কিংবা ক্লাসের জন্যে অফার করা হয় সেটার পেছনে বহু ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়। এমন না যে আজকে ভেবে নিলাম আর কালকের মধ্যেই সব রেডি হয়ে যাবে। এই ম্যাজিক সব সময় কাজ করে না আসলে। কেক খেতে আমাদের দুজনেরই মানা একদম। তাও নিজেরা টেস্ট করে করে রেসিপি ইম্প্রুভ করে এরপর ক্লাস বা অর্ডার নেই। অনেকের ভালো লাগে আবার অনেকের হয়তো পছন্দ নাও লাগতে পারে। কিন্তু এর পেছনের পরিশ্রমকে ইগনোর বা অসম্মান করাটা একদমি মেনে নেয়ার মতন না। অনেক অনেক পড়াশোনা করে কাজ করা লাগে যেটা আমরা বহু বেকারদের মধ্যে দেখতে পাই না। নতুন কিছু শিখতে গেলে প্যাশন লাগে! টাকা যেমন দরকার শেখার জন্যে, তেমনই জানার আগ্রহ থাকা তার থেকেও বেশি জরুরি।
আগে বেকিং কি জানুন, শিখুন। এরপর কপি করেন যাকে মন চায়, সেটা আপনাদের ইচ্ছে।
অনেকেই আমাদের রেড ভেলভেট চীজকেক নিয়ে পোস্ট থেকে ক্লাসের ব্যাপারে আগ্রহী হয়েছিলেন। তাদের জন্যে এই ক্লাস ডিটেইলস পোস্ট করে দিলাম। এটা ফেসবুকে লাইভ সেশন রেকর্ড করে রাখা অনলাইন ক্লাস যার ফি ৫০০ টাকা। পুরো ডিটেইলস পড়ে নিয়ে যদি করতে উচ্ছে হয় তাহলে জানিয়েন
আমাদের চকলেট কেক এবং রেড ভেলভেট চীজকেক নিয়ে ক্লাসটি রেকর্ডেড লাইভ। গ্রুপে রেসিপি শিট দেয়া আছে আগে থেকেই।
খুব গুরত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে নতুন করে লাইভ দেখানো হবে না। এই ক্লাস অফলাইন এবং অনলাইনে লাইভ করানো হয়েছিলো। আমরা সেই অনলাইনের লাইভগুলো সেইভ করে গ্রুপে রেখে দিয়েছি। যেহেতু লাইভ নেয়া হয়েছে তাই ভিডিওগুলো বেশ লম্বা এবং কিছু অফলাইনের ক্লাসের কথা বার্তাসহ রেকর্ড হয়ে আছে। এই ক্লাস তাই একটু ধৈর্য ধরে দেখে নিতে হবে। প্পিজ ক্লাসে এনরোল করতে যাবার আগে এই ইনফরমেশন পড়ে এরপর এনরোল করবেন। আমাদের সব ক্লাসেই বেকিং পার্ট ইলেকট্রিক ওভেন বেইজড। তাই চুলার প্রসেস বলার উপায় নেই এখানে।
ক্লাসে যা যা দেখানো হয়েছে -
চকলেট ময়েস্ট কেক বানানো
চকলেট গানাশ বানানো
চকলেট বাটারক্রিম
চকলেট কেক বেসিক ডিজাইন
রেড ভেলভেট কেক বানানো
ইতালিয়ান মেরাং বাটারক্রিম বানানো
ক্রিম চীজ ফ্রস্টিং বানানো
বেইকড চীজকেক বানানো
রেড ভেলভেট চীজকেক এসেম্বলিং
রেড ভেলভেট চীজকেক বেসিক ডেকোরেশন
গ্রুপে সব লাইভ সেশন একত্র করে পোস্ট করে রাখা আছে তাই খুজে পেতে সমস্যা হবার কথা না। ক্লাসে জয়েন করতে ৫১০ টাকা বিকাশ করে আমাদেরকে মেসেজ করে জানাতে হবে লাস্ট ৩ ডিজিট।
thats awesome